স্মার্ট টিভি কেনার আগে যে ১৫ টি বিষয় জেনে রাখা জরুরি

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম, আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা এখন আধুনিক থেকে অত্যাধুনিক যুগে বসবাস করছি। এই আধুনিক যুগে প্রায় প্রতিটি মানুষের হাতে হাতে একটি করে স্মার্ট ফোন রয়েছে। পুরো পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। বিনোদনের অন্যতম একটি মাধ্যম হলো স্মার্ট টিভি। 
স্মার্ট টিভি কেনার আগে যে ১৫ টি বিষয় জেনে রাখা জরুরি

স্মার্ট টিভি ছাড়া যেন আধুনিক জীবন কল্পনা করা যায় না। তথ্য প্রযুক্তির এই যিগে বিভিন্ন ব্রান্ডের স্মার্ট টিভি বাজারে পাওয়া যায়। তাই স্মার্ট টিভি কেনার আগে যে ১৫ টি বিষয় জেনে রাখা জরুরি তা আমার এই পোস্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আমার এই পোস্টটি পড়তে থাকুন।

ভূমিকা

প্রিয় পাঠক, আমরা বর্তমানে তথ্য প্রযুক্তি যুগে বসবাস করতেছি। এই তথ্য প্রযুক্ত যুগে যেমন একটি স্মার্ট ফোন থাকা জরুরী তেমনি প্রতিটা পরিবারে একটি স্মার্ট টিভি থাকাও অত্যন্ত জরুরী। কারণ বিনোদনের পাশাপাশি বিভিন্ন খবরা খবর জানতে একটা স্মার্ট টিভির বিকল্প নেই। প্রিয় পাঠক আপনি যদি স্মার্ট টিভি কিনার কথা ভাবতেছেন, কিন্তু কোন ব্রান্ডের স্মার্ট টিভি কিনবেন এবং স্মার্ট টিভি কেনার আগে যে ১৫ টি বিষয় জেনে রাখা জরুরি তা বুঝতে পারছেননা, তাহলে এই পোস্টটি আপনার জন্য। 

বাজারে এত সব ব্রান্ডের স্মার্ট টিভি রয়েছে তার মধ্যে সঠিক টিভিটি বেছে নেওয়া কঠিন। প্রিয় পাঠক, আজ আমি আমার এই পোস্টের মাধ্যমে স্মার্ট টিভি কেনার আগে যে ১৫ টি বিষয় জেনে রাখা জরুরি এবং স্মার্ট টিভির সুবিধা ও অসুবিধা কি,ভালো টিভি চেনার উপায়, স্মার্ট টিভি এবং এন্ড্রয়েড টিভির পার্থক্য ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আসুন দেরি না করে পোস্টেটি পড়তে থাকি

স্মার্ট টিভি কি

প্রতিটি বাসায় স্মার্ট টিভি এখন সময়ের দাবি। স্মার্ট টিভি ছাড়া আধুনিক জীবন কল্পনা করা যায় না। কিন্তু আমরা অনেকেই জানিনা স্মার্ট টিভি কি বা স্মার্ট টিভি কাকে বলে।তাহলে আসুন জেনে নেওয়া যাক স্মার্ট টিভি কি বা কাকে বলে।স্মার্ট টিভি বলতে এইচডি টিভিকে বুঝানো হয়।(ইন্টারনেটে সংযুক্ত টিভিকেই মুলত স্মার্ট টিভি বলা হয়)।স্মার্ট টিভি বলতে স্যাটেলাইট টিভি চ্যানেলের সাথে অনলাইনে সংযুক্তকেই মূলত স্মার্ট টিভি বলা হয়।

সাধারণ টিভির তুলনায় অনলাইন টিভিতে অনেক গুলো ফিচার সংযুক্ত করা থাকে। যেমন,অপারেটিং সিস্টেম, ওয়াইফাই, টিভি অ্যাপস ডাউনলোড সুবিধা ইত্যাদি থাকে।যেগুলোর মাধ্যমে আপনি, গান শোনা ভিডিও দেখা গেম খেলা, ভিডিও তৈরি করা, অ্যাপস ডাউনলোড দিয়ে, ইত্যাদি সুবিধা পাবেন। এমনকি ক্যামেরার মাধ্যমে ছবি ভিডিও তৈরি করা, ইন্টারনেট ব্যবহার করা, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন কাজ করা, আপনার পছন্দমত বিভিন্ন নাটক সিনেমা সিরিয়াল দেখা, ইত্যাদি কাজ করতে পারবেন।

স্মার্ট টিভির বৈশিষ্ট্য

প্রতিটি জিনিসেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। স্মার্ট টিভির ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। আপনি যদি স্মার্ট টিভি কিনতে চান তাহলে অবশ্যই বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনে কেনাই ভালো। কারণ সাধারণ টিভি থেকে স্মার্ট টিভির বৈশিষ্ট্য আলাদা। কিন্তু এগুলো হয়তোবা আমরা অনেকেই জানিনা। স্মার্ট টিভির একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর সাথে ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ করে ইন্টারনেট ভিত্তিক যাবতীয় কাজ করতে পারবেন।

আপনি ইউটিউব ব্যবহার করে বিভিন্ন মুভি সিরিয়াল নাটক ইত্যাদি দেখতে পারবেন। এছাড়া আপনি গুগলে সার্চ দিয়ে আপনার কাঙ্খিত বিষয় সম্পর্কে জানতে পারবেন। আপনি ইচ্ছা করলে ফেসবুক ব্যবহার করতে পারবেন। ফেসবুক ব্যবহার করে ফেসবুকের যাবতীয় কাজ করতে পারবেন। এক কথা বলা যায় টিভি দেখার পাশাপাশি ইন্টারনেটের সকল কাজ করা যাই বলে এটাকে স্মার্ট টিভি বলা হয়।

স্মার্ট টিভি চালানোর নিয়ম

যেকোনো ডিভাইস কেনার আগে সেটা চালানোর নিয়ম সর্ম্পকে জানতে হবে। যদি আমরা সঠিকভাবে চালাতে না জানি তাহলে সেটা কেনার কোন মূল্য থাকে না। এছাড়া নষ্ট হতে পারে। তাই স্মার্ট টিভি কেনার পরে অবশ্যই স্মার্ট টিভি কিভাবে পরিচালনা করতে হয় সেটা জেনে নিতে হবে।

তাহলে আসুন জেনে নেয়া যাক কিভাবে আমরা একটি স্মার্ট টিভি পরিচালনা করব।

প্রথমে স্মার্ট টিভির প্রয়োজনীয় কেবলগুলো পোটের সাথে সেট করে নিতে হবে। তারপরে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এরপরে অন বাটনে টিপ দিয়ে অন করতে হবে। টিভির সাথে যে রিমোট কন্ট্রোল দিয়েছে সেটি দিয়ে কন্ট্রোল করতে হবে হঠাৎ আপনার প্রয়োজনীয় চ্যনেল সাউন্ড বা ভলিয়ম ইত্যাদি প্রয়োজন মত পরিবর্তন করতে পারবেন। তবে বলে রাখা ভালো আপনার বাসায় যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে অবশ্যই ওয়াইফাই কানেকশন করতে হবে। ওয়াইফাই কানেকশন দিয়ে আপনি বিভিন্ন ধরনের ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন। বিভিন্ন মুভি সিরিয়াল নাটক ইত্যাদি পছন্দ মত দেখতে পারবেন।তবে এ গুলো সেট করার সময় সর্তকতা অবলম্বন করতে হবে। যাতে করে দুর্ঘটনা না হয়।

স্মার্ট টিভি কেনার আগে যে ১৫ টি বিষয় জেনে রাখা জরুরি

টিভির সাইজ

টিভি কিনতে যাবার আগে টিভির সাইজ নির্ধারণ করাই ভালো অর্থাৎ আপনি কত ইঞ্চি টিভি কিনবেন তা বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। আপনার বাসায় কোথায় টিভিটি রাখবেন ওইখানে কত ইঞ্চি টিভি রাখা যাবে সেটার উপর নির্ভর করে আপনাকে টিভির সাইজ নির্ধারণ করতে হবে। এছাড়াও বাজারে টিভির ইঞ্চি হিসেবেও কেনাবেচা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার বাজেট বানাতে সুবিধা হবে

বাজেট

টিভি কেনার আগে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেট নির্ধারণ করা। কারণ আপনার বাজেটের উপরেই নির্ভর করবে আপনি কোন ব্যান্ডের বা কি দামের টিভি কিনবেন। তাই আগে থেকে বাজেট টি নির্ধারণ করে নিলে টিভি কেনার সময় সুবিধা পাবেন।

রেজুলেশন

আপনি যদি স্মার্ট টিভি কিনতে চান তাহলে অবশ্যই রেজুলেশন এর দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ যত বেশি পিক্সেলের টিভি, ছবি তত ভাল দেখাবে । তাই স্মার্ট টিভি কেনার আগে এ বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।এছাড়াও উচ্চ ডায়নামিক রেঞ্জ মানে এইচডি আর সাপোর্ট ও টিভির পিকচার কোয়ালিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডায়নামিক রেঞ্জ

স্মার্ট টিভি কেনার আগে ডায়নামিক রেঞ্জ কত তা অবশ্যই জেনে কিনতে হবে। এইচডি আর বর্তমান সময়ে এমন একটি প্রযুক্তি এটি টিভির ভিডিও প্রয়োজনীয় কালার আরো বাস্তবমুখী করে তোলে। তবে অতিরিক্ত ডায়নামিক রেঞ্জ যুক্ত টিভি না কেনাই ভালো।

ডিসপ্লে

স্মার্ট টিভি কেনার আগে যে ১৫ টি বিষয় জেনে রাখা জরুরি তার মধ্য ডিসপ্লে অন্যতম।যেকোনো ডিভাইসের জন্যই ডিসপ্লে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।সেটা হোক মোবাইল কম্পিউটার অথবা স্মার্ট টিভি। কেননা আপনার ভিডিওর আউটপুটটি সম্পূর্ণ নির্ভর করে ডিসপ্লের উপর। মনে রাখতে হবে আলাদা আলাদা টিভির জন্য আলাদা আলাদা ডিসপ্লে হয়ে থাকে। আপনার ডিসপ্লে কোয়ালিটি যত ভালো হবে আপনার ছবি কোয়ালিটি তত স্পষ্ট পরিষ্কার এবং আকর্ষণীয় হবে।

বর্তমান সময়ের ৩ টি আলাদা টাইপের ডিসপ্লে কোয়ালিটি দেয়া হলো

  • LED,
  • OLED
  • QLED,
এই তিনটি ডিসপ্লের ক্ষেত্রেই LED টেকনিক ব্যবহার করা হয়ে থাকে। তবে এগুলোর মধ্যে LED ডিসপ্লের পিকচার ভালো কোয়ালিটির হয়ে থাকে।

আইপিএস ভাজ নন আইপিএস ডিসপ্লে

IPS DISPLY অন্যান্য ডিসপ্লের থেকে একটু ভালো হয়ে থাকে। এর ডিসপ্লে কোয়ালিটি, viewing angles, Colors ভালো হয়ে থাকে।
আর None IPS Display panelগুলোতে সাধারণত টিভির দাম কম রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি মনে রাখবেন IPS display panel এর তুলনায় non IPS display panel গুলোতে তুলনামূলকভাবে ভালো colour ডেলিভারি, viewing angle কম ভালো হয়ে থাকে।

ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল

ভালো ডিসপ্লের ক্ষেত্রে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমি পূর্বে এ বিষয়ে কিছুটা আলোচনা করেছি। যখন আপনি বাজারে স্মার্ট টিভি কিনতে যান তখন সেলসম্যান আপনাকে বিভিন্ন ব্যান্ডের টিভি দেখিয়ে থাকে। তবে মনে রাখবেন আলাদা আলাদা বাজেটের স্মার্ট টিভির জন্য আলাদা আলদা features functions এবং option রয়েছে। এরমধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো display view angle। যদি আপনার ডিসপ্লের view angle কম থাকে তাহলে আপনি যদি প্রত্যেক সাইট থেকে ডিসপ্লের দিকে তাকান তাহলে আপনি স্পষ্টভাবে image বা picture স্পষ্ট ভাবে দেখতে পাবেন না।

ফিচার

একটি স্মার্ট টিভির মধ্যে কিছু জরুরি( feature)থাকা খুবই জরুরী। এবং একটি বাজেট স্মার্ট টিভিতে এগুলো থাকতে হবে। আপনার টিভিতে (HDMI) পোর্ট আছে কিনা তা দেখে নিতে হবে থাকলে কয়টি রয়েছে সেটা দেখতে হবে। কারণ এ পোটের মাধ্যমে আপনার স্মার্ট টিভিকে যদি কখনো কম্পিউটার( pc)এর সাথে যুক্ত করে কম্পিউটার মনিটর হিসেবে ব্যবহার করতে চান তাহলে HDMI port অবশ্যই লাগবে। এছাড়া টিভিতে pen drive বা external hard drive connect করার জন্য sots আছে কিনা দেখে নিন। এছাড়া cable connection ছাড়া যদি আপনি বিভিন্ন series videos movies ইত্যাদি দেখতে চান তাহলে inbuild apps আছে কিনা সেটা দেখে নিন।

অনলাইন রিসার্চ

টিভি কেনার আগে ওই টিভি সম্পর্কে অনলাইনে রিসার্চ করে টিভির বিভিন্ন ব্র্যান্ড, দাম ফিচার কালার সাইজ ইত্যাদি সম্পর্কে জেনে যাওয়া ভালো। কারণ দোকানদার বা সেলসম্যান আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যান্ডের টিভি দেখাবে। আপনি যদি এগুলো আগে জেনে যান তাহলে দোকানদার আপনাকে ঠকাতে পারবে না।

কানেক্টিভিটি

টিভি কেনার আগে অবশ্যই কানেক্টিভিটি চেক করে নেবেন। আপনার প্রয়োজনীয় (এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট) এবং অন্যান্য ইনপুট পোর্ট আছে কিনা তা দেখে নিতে হবে।

অডিও কোয়ালিটি

টিভি কেনার আগে অবশ্যই আপনাকে অডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি চেক করে নিতে হবে। স্মার্ট টিভি কেনার আগে যে ১৫ টি বিষয় জেনে নেয়ার জরুরী তার মধ্যে অডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি অন্যতম। সাউন্ড কোয়ালিটি ভালো না হলে টিভি দেখে মজা পাওয়া যায় না।

ব্যান্ড সিলেকশন

স্মার্ট টিভি কেনার আগে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ব্র্যান্ড। আপনি কোন ব্যান্ডের টিভি কিনতে চান সেটা আগে থেকেই নির্ধারণ করে যাওয়াই ভালো। কারণ দোকানদার আপনাকে বিভিন্ন ব্যান্ডের স্মার্ট টিভি দেখাবে। এক্ষেত্রে আগে থেকে আপনার ব্যান্ড জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে।

ওয়ারেন্টি ও গ্যারান্টি

স্মার্ট টিভি কেনার আগে যেকোনো একটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে তার মধ্যে অন্যতম হলো ওয়ারেন্টি গ্যারান্টি। স্মার্ট টিভি কিনতে মোটামুটি একটি ভালো অংকের টাকার বাজেট করতে হয়। তাই যখন অনেক টাকা খরচ করে একটি স্মার্ট টিভি কিনবেন তখন ওয়ারেন্টি ও গ্যারান্টি কতদিনের সে দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন।

কেবল

স্মার্ট টিভি কেনার সময় অবশ্যই কেবলের দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনি অনেক টাকা খরচ করে টিভি কিনতেছেন।কিন্তু কেবল যদি নরমাল হয় তাহলে অনেক সময় শর্ট সার্কিট হয়ে টিভি নষ্ট হয়ে যেতে পারে এতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই কেবলের
দিকে লক্ষ্য রাখতে হবে।

রিমোট কন্ট্রোল

রিমোট কন্ট্রোল যদিও একটি ছোট্ট ডিভাইস তবুও টিভি কেনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। কেননা এই রিমোট দিয়েই টিভির বিভিন্ন চ্যানেল পরিবর্তন সাউন্ড তা ভলিউম কমবেশি করা ইত্যাদি রিমোটের মাধ্যমেই হয়ে থাকে। তাই স্মার্ট টিভি কেনার আগে রিমোট কন্ট্রোল এর দিকে লক্ষ্য রাখতে হবে।

স্মার্ট টিভির সুবিধা অসুবিধা

প্রতিটি জিনিসেরই কিছু সুবিধা অসুবিধা রয়েছে। টিভির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাহলে আসুন জেনে নেয়া যাক স্মার্ট টিভির কিছু সুবিধা ও কিছু অসুবিধা।

স্মার্ট টিভির সুবিধা

  • ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ দিয়ে ইন্টারনেট ভিত্তিক যাবতীয় কাজ করতে পারবেন।
  • স্মার্ট টিভি দিয়ে ইউটিউব ব্যবহার করে আপনার পছন্দমত মুভি, সিরিয়াল, নাটক, কার্টুন ইত্যাদি দেখতে পারবেন।
  • স্মার্ট টিভি দিয়ে আপনি ফেসবুক চালাতে পারবেন। ফেসবুক চালিয়ে ফেসবুকের আপনি যাবতীয় কাজ করতে পারবেন।
  • স্মার্ট টিভিতে আপনি পেনড্রাইভ ব্যবহার করতে পারবেন।এটি ব্যবহার করে আপনি প্রয়োজনীয় কাজ করতে পারবেন।
  • স্মার্ট টিভিতে আপনি রিমোট ব্যবহার করে সকল ধরনের কাজ কন্ট্রোল করতে পারবেন। তাই সাধারণ টিভির তুলনায় স্মার্ট টিভিতে আপনি অধিক সুবিধা ভোগ করতে পারবেন।

স্মার্ট টিভির অসুবিধা

সুবিধার পাশাপাশি স্মার্ট টিভির কিছু অসুবিধা রয়েছে। আসুন জেনে নেয়া যাক এর অসুবিধা গুলো কি কি।

স্মার্ট টিভির সবচেয়ে বড় অসুবিধা হলো বাচ্চারা সবসময় টিভির সামনে বসে থেকে বিভিন্ন কার্টুন গেম দেখতে থাকে। এগুলো তাদের মানসিক বিকাশের উপর প্রভাব ফেলে। অনেক সময় অভিভাবক বা বাবা-মা টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে বাচ্চাদের বসে রাখে। এতে পড়ালেখার যেমন ক্ষতি হয় তেমনি দীর্ঘক্ষণ টিভির দিকে তাকিয়ে থাকলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।এছাড়া বাচ্চারা বিভিন্ন জিনিসপত্র নাড়াচাড়া করতে পছন্দ করে। বিভিন্ন ডিভাইস নাড়া চাড়া করতে গিয়ে টিভির মারাত্মক ক্ষতি হতে পারে। তাই স্মার্ট টিভি কেনার আগে এই বিষয়গুলো সম্পর্কে জেনে বুঝে কিনতে হবে।

ভালো ব্র্যান্ডের টিভি কোনগুলো

স্মার্ট টিভি কেনার আগে কোনগুলো ভালো ব্র্যান্ডের টিভি সেগুলো জেনে নেয়া ভালো। কারণ আপনি যখন বাজারে টিভি কিনতে যাবেন তখন দোকানদার বা সেলসম্যান আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের টিভি দেখাবে। যদি আপনার জানা না থাকে কোনটি ভাল ব্যান্ডের টিভি তাহলে দোকানদার আপনাকে ঠকাতে পারে।

তাহলে আসুন দেরি না করে জেনে নেয়া যাক কোন ব্যান্ডের টিভি গুলো ভালো

  • Samsung
  • LG
  • Panasonic
  • MI
  • Nokia
  • Philips
  • TCL Smart TV
  • one plus y series LED Smart TV.

মন্তব্য

স্মার্ট টিভি কেনার আগে করণীয় কি। কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। এগুলো জেনে কি নাই ভালো।স্মার্ট টিভি কেনার আগে যে ১৫ টি বিষয় জেনে রাখা জরুরি সেগুলো আমি আমাদের পোষ্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এতক্ষণ হয়তো বা এগুলো জেনে গিয়েছেন।কারণ বর্তমান যুগে স্মার্ট টিভি কিনতে মোটামুটি একটি বড় অংকের টাকা বাজেট করতে হয়। তাই এই টিভি বারবার কেনা সম্ভব নয়। তাই যারা স্মার্ট টিভি কিনতে যাচ্ছেন তাদের জন্য আমার এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আমার আর্টিকেলটি পড়ে উপকৃত হতে পেরেছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই পোস্টটি আপনার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব এবং প্রতিবেশীর মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হতে পারেন।অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url