রাজশাহী পপুলার ডায়াগনিস্টিক সেন্টারের সকল ডাক্তারদের তালিকা
গ্রীন সিটি ক্লিন সিটি নামে পরিচিত রাজশাহী শহর। রাজশাহী শহরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এছাড়াও পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। পপুলার ডায়াগনস্টিক সেন্টার তাদের মধ্যে অন্যতম।এটি রাজশাহী শহরের লক্ষ্মীপুর অবস্থিত। কিছুদিন আগে এখানে আরও একটি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর শাখা চালু করা হয়েছে।
এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এখানে দেশের বিভিন্ন জেলা শহর থেকে চিকিৎসা সেবা নিতে আসে প্রতিদিন অসংখ্য মানুষ।তাই অনেকেই জানতে চাইরাজশাহী পপুলার ডায়াগনিস্টিক সেন্টারের সকল ডাক্তারদের তালিকা সম্পর্কে। তাই আজ আমি বলতে চলেছি রাজশাহী পপুলার ডায়াগনিস্টিক সেন্টারের সকল ডাক্তারদের তালিক সম্পর্কে।
রাজশাহী পপুলার ডায়াগনিস্টিক সেন্টারের সকল ডাক্তারদের তালিকা
রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার করে থাকেন। তাই আমি আমার এই পোষ্টের মাধ্যমে রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর সকল বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা , চেম্বার, যোগাযোগ ফোন নাম্বার, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
মেডিসিন বিশেষজ্ঞ
অধ্যাপক ডাক্তার মোঃ খলিলুর রহমান
ডিগ্রীঃএমবিবিএস, এফ সি পি এস, (মেডিসিন) এফেসিপি,(আমেরিকা) মেডিসিন বিশেষজ্ঞ।
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ)
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃদুপুর ২:৩০ থেকে রাত্রি ৯টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য:শুক্রবার চেম্বার বন্ধ থাকে।
অধ্যাপক ডাক্তার মোঃহাসান তারিক
ডিগ্রীঃএমবিবিএস, এফ সি পি এস, (মেডিসিন) বিশেষজ্ঞ
অধ্যাপক (মেডিসিন বিভাগ)
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী
রোগী দেখার সময়ঃদুপুর ২:৩০ থেকে রাত্রি ৯ টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
অধ্যাপক ডাক্তার বলাই চন্দ্র সরকার
ডিগ্রিঃএমবিবিএস, ডি সি পি এস (মেডিসিন), ডি ই এম (রয়েল লিভারপুল একাডেমী -ইউকে)।
মেডিসিন ও ইমারজেন্সি মেডিসিন বিশেষজ্ঞ।
অধ্যাপক (মেডিসিন বিভাগ) বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
চেম্বারঃপ্লাজমা ডায়াগনস্টিক সেন্টারঃ
রোগী দেখার সময়ঃঅন কল
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ভবন -২
রোগী দেখার সময়ঃপ্রতিদিন দুপুর ১২টা- বিকাল ৩টা এবং সন্ধ্যা ৭:৩০-রাত ১১টা পর্যন্ত।
শুক্রবারঃ সকাল ১১টা-দুপুর ২টাপর্যন্ত।
প্রফেসর ডাঃ মোহাম্মদ মতিউর রহমান
ডিগ্রীঃএমবিবিএস, বিসিএস, এফ সি পি এস (মেডিসিন), ডিইএম(বারডেম)।
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল।
রোগী দেখার সময়ঃশনি -বুধ বিকেল ৪টা-সন্ধ্যা ৮টাপর্যন্ত।
ডাক্তারঃমোঃমুহাই মেনুল হক (আতিক)
ডিগ্রিঃএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন), ুৃএমএসিপি(আমেরিকা) মেডিসিন বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (মেডিসিন বিভাগ), রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
চেম্বারঃপপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী। ভবন -২
রোগী দেখার সময়ঃদুপুর ২:৩০-রাত১০টা পর্যন্ত।
ডাক্তারঃসৈয়দ মাহবুব আলম
ডিগ্রিঃএমবিবিএস, এমডি (মেডিসিন) বিশেষজ্ঞ
সহযোগি অধ্যাপক মেডিসিন বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী। রোগী দেখার সময়ঃদুপুর ২:৩০ থেকে রাতে ৯ টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ডাক্তার মোঃ জহিরুল হক
ডিগ্রীঃএমবিবিএস (বিএমসি), এফসিপিএস (মেডিসিন), মেডিসিন বিশেষজ্ঞ।
সহযোগী অধ্যাপক (মেডিসিন বিভাগ) রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃবিকেল ৫টা থেকে রাত্রি ৯টা
পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ফিজিক্যাল মেডিসিন
অধ্যাপক ডাক্তার সুজন আল হাসান
ডিগ্রীঃএমবিবিএস, এফ সি পি এস (ফিজিক্যাল মেডিসিন)
অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন বিভাগ), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী।
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ফিজিক্যাল মেডিসিন বিভাগ) (এক্স) রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী।রোগী দেখার সময়ঃদুপুর ৩টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
অধ্যাপক ডাক্তার সুজন আর রহমান
ডিগ্রিঃএমবিবিএস, এফ সি পি এস (ফিজিক্যাল মেডিসিন)
স্নায় হৃদরোগ পূর্ণবাসনের প্রশিক্ষণপ্রাপ্ত (মাদ্রাস) প্যারালাইসিস, বাত ব্যথা ইনজুরি বিশেষজ্ঞ।
(ফিজিক্যাল মেডিসিন বিভাগ ) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃদুপুর ৩টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
শিশু বিশেষজ্ঞ
প্রফেসর ডাঃমোঃ বেলাল উদ্দিন
ডিগ্রিঃএফ সি পি এস (পেডিয়াট্রিক), এফআর সিপি(ইউকে) ডিসিএইচ(বি এস এমএমইউ)এমবিবিএস (ডিএমসি)
(শিশু বিশেষজ্ঞ) সাবেক বিভাগীয় প্রধান রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃদুপুর ৩টা-রাত্রি ৮টা পর্যন্ত।
অধ্যাপক ডাক্তার মোঃ সানাউল হক মিয়া
ডিগ্রিঃএমবিবিএস, এফসি পিএস (শিশু)
প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, (শিশু বিভাগ), রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃশনি -বৃহস্পতিঃবিকাল ৩:৩০- রাত্রি ৯টা।
ডাক্তার মোঃ ফজলুল কাদের
ডিগ্রিঃএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি শিশু বিশেষজ্ঞ।
সহকারি অধ্যাপক (শিশু বিভাগ), রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃসকাল ১০ টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টাপর্যন্ত।
কার্ডিওলজিস্ট
ডাক্তার মোঃ রইস উদ্দিন
ডিগ্রীঃএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজিস্ট) WHO ফেলো ইন্টারন্যাশনাল কার্ডিয়লজি, মালয়েশিয়া,।
অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদ রোগ বিভাগ ও মেডিসিন বিশেষজ্ঞ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল,রাজশাহী।
রোগী দেখার সময়ঃসন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা,
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার সেমের বন্ধ থাকে।
ডাক্তারঃরাজেশ কুমার ঘোষ
ডিগ্রিঃএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজি)
সহকারী অধ্যাপক (কার্ডিওলজি বিভাগ) হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃবিকেল ৪টাথেকে রাত ১০টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ডাক্তারঃ মোল্লা মোহাম্মদ ইফতেখার হোসেন
ডিগ্রীঃএমবিবিএস (ডিএমসি),এমডি (কার্ডিওলজি) ট্রেইন ইন ইন্টার ভেনশনাল কার্ডিওলজি।
কেআইএমএস হসপিটাল, হায়দারাবাদ ভারত।
সহকারী অধ্যাপক (কার্ডিওলজি বিভাগ),
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃবিকাল ৪টা-রাত৯টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
লিভার পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ
ডাক্তার মোঃ শফিকুল ইসলাম
ডিগ্রীঃএমবিবিএস, এমডি (গ্যাসট্রো এন্টারলজী।
পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ)রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃবিকাল ৪টা-থেকে রাত্রি ৯টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মুকিত
ডিগ্রীঃএমবিবিএস, (ডিএমসি),বিসিএস (স্বাস্থ্য) এমডি (হেপাটলজি) এমএসিপি(আমেরিকা) লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ।
ইন্টারভেনশনাল হেপাটলজিস্ট। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ বিকাল ৩:৩০-রাত ৯টা,পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ডাঃমোঃহারুন আর রশিদ
ডিগ্রঃএমবিবিএস,এফসিপিএস(মেডিসিন), এফএসিপি(আমেরিকা),এমডি(হেপাটোলজী) পিএইচতডি
লিভার পরিপাকতন্ত্র ওমেডিসিন বিশেষজ্ঞ। সহকারী অধ্যাপক (লিভার বিভাগ)।
রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ বিকাল ৫টা-রাত ৯টা,পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
এ্যাজমা ,টিবি ও বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞঃ
ডাঃমোঃ মাসুদুর রহমান
ডিগ্রঃএমবিবিএস, বিসিএস (সাস্থ্য),এমডি (বক্ষ্যব্যাধি)
এ্যাজামা ,যক্ষা এলার্জিওবক্ষ্যব্যাধি বিশেষজ্ঞ।
সহকারী অধ্যাপক(রেসপেরিটরী বিভাগ)রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ বিকাল ৪টা-রাত ৯টা,পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ডাঃশীষ মোঃ সরকার
ডিগ্রঃএমবিবিএস, বিসিএস (সাস্থ্য) , এফসি পিএস (মেডিসিন)এমডি (বক্ষ্যব্যাধি)
মেডিসিন ও বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞ।
সহকারী অধ্যাপক(রেসপেরিটরী বিভাগ)রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ বিকাল ৩টা-রাত ৯টা,পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
নাক ,কান ও গলা রোগ বিশেষজ্ঞ
ডাঃ মোঃ মাহামুদুল হক (অনিক)
ডিগ্রঃএমবিবিএস, বিসিএস (সাস্থ্য) , এফসি পিএস (নাক, কান ও গলা)নাক ,কান ও গলা রোগ
বিশেষজ্ঞ।
সহকারী অধ্যাপক(নাক ,কান ও গলা রোগ বিভাগ)রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ বিকাল ৪টা-রাত ৯টা,পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ডাঃ আব্দুল্লাহ আল যোবায়ের
ডিগ্রঃএমবিবিএস, এফসি পিএস (নাক, কান ও গলা)নাক ,কান ও গলা রোগ
বিশেষজ্ঞ।
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান(নাক ,কান ও গলা রোগ বিভাগ)বারিন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ দুপুর ১২ টা-রাত ৯টা,পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
গাইনি ডাক্তারের তালিকা
ডাক্তার রাখী দেবি
ডিগ্রঃএমবিবিএস,(ডিএমসি) এফসি পিএস (ওবিজিওয়াইএন)প্রশিক্ষন (বন্ধ্যত)
স্ত্রী রোগ ও (বন্ধ্যত বিশেষজ্ঞ এবং ল্যারোস্কোপিক সার্জন
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাজাশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ দুপুর ১১ টা-২টা,এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ডাঃ হাসিনা আক্তার
ডিগ্রঃএমবিবিএস, এফসি পিএস (ওবিজিওয়াইএন) স্ত্রী রোগ ও প্রসুতি বিশেষজ্ঞ এবং ল্যারোস্কোপিক সার্জন
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাজাশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ বিকাল ৩ টা-রাত ১০টাপর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ডাঃ শিপ্রা চৌধুরি
ডিগ্রঃএমবিবিএস, এফসি পিএস (ওবিজিওয়াইএন) স্ত্রী রোগ ও প্রসুতি বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাজাশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ বিকাল ৫ টা-রাত ৯টাপর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ডাঃ মনোয়ারা বেগম
ডিগ্রঃএমবিবিএস, ডিজিও, এফসি পিএস (ওবিজিওয়াইএন) এফ আই জিও ফেলো (ইতালী)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাজাশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ বিকাল ৩ টা-রাত ৯টাপর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
ডাঃ ফাতেমা সিদ্দিকি
ডিগ্রঃএমবিবিএস, ডিজিও (ওবিজিওয়াইএন) এফসিপিএস (ওবিজিওয়াইএন)
স্ত্রী রোগ ও প্রসুতি বিশেষজ্ঞ এবং ল্যারোস্কোপিক সার্জন
ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহী।
রোগী দেখার সময়ঃ দুপুর ২ টা-রাত ৯টাপর্যন্ত।(শনি থেকে বৃহঃ)
বিশেষ দ্রষ্টব্যঃশুক্রবার চেম্বার বন্ধ থাকে।
শেষ কথা
রাজশীতে প্রচুর মানুষ চিকিৎসা সেবা নিতে আসে।কিন্তু অনেকেই জানেনা যে পপুলার হাসপাতালটি কোথায় বা পপুলার হাসপাতালের সকল বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা সর্ম্পকে।তাই আজ আমি আমার এই পোষ্টের মাধ্যমে রাজশাহী পপুলার ডায়াগনিস্টিক সেন্টারের সকল ডাক্তারদের তালিকা সর্ম্পকে তুলে ধরার চেষ্টা করেছি।আপনি যদি আমার এই পুরো পোষ্টটি পড়ে থাকেন আশা করি উপকৃত হবেন।তবে মিনে রাখবেন আমার এই তথ্যগুলো পরিবর্তনশীল কারন বিভিন্ন করনে ডাক্তারা বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়ে থাকে।আশা করি বুঝতে পেরেছেন।আমাকে ভুল বুঝবেননা।ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url