গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায়

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। প্রিয় পাঠক, আমাদের মাঝে অনেকেই গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে জানতে চাই। তাই আজ আমি গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায় সর্ম্পকে আলোচনা করব।
গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায়
তাই আজকের আলোচনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আসুন জেনে নেয়া যাক গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে। এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পুরো পোস্টটি মনোযোগ সহকারী পড়তে হবে।

ভূমিকা

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ বা অনলাইনের যুগ। তাই আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রত্যেকটি কাজই অনলাইনের সাথে জড়িত হয়ে গেছে। যেমন, বিভিন্ন বিল পে কেনাকাটা থেকে শুরু করে প্রায় প্রতিটি কাজই খুব সহজেই ঘরে বসেই করা যায়। আর আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে সেরা এবং জনপ্রিয় ইন্টারনেট জগতের সবচেয়ে বড় কোম্পানির নাম হচ্ছে গুগল। আর এই গুগল থেকে বিভিন্নভাবে টাকা পয়সা আই ইনকাম করা যায়। আর তাই আমাদের মাঝে অনেকেই গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে জানতে চাই। প্রিয় পাঠক, তাই আজ আমি আমার এই পোষ্টের মাধ্যমে গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার এই পুরো আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায়

প্রিয় পাঠক, প্রথমেই আমি আলোচনা করব গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে। তাহলে আসুন দেরি না করে জেনে নেয়া যাক গুগল থেকে টাকা ইনকাম করার বিভিন্ন উপায় বা মাধ্যমগুলো কি কি।

গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায়

গুগল থেকে টাকা ইনকাম করার বিভিন্ন মাধ্যমে রয়েছে। অনেকেই এই মাধ্যম গুলো সম্পর্কে এখনো জানেনা। তাই আমি আপনাদেরকে গুগল থেকে ইনকাম করার কয়েকটি মাধ্যম শেয়ার করব ইনশাল্লাহ।

ইনকামের উপায়

নুন্যতম আয়ের সম্ভবনা

Blogging করে ইনকাম

 50-300 Dollars

YouTube cannel

50-250 Dollars

Google Play store

50-200 Dollars

Google Adsense

50-350 Dollars

Google Admob

100-250 Dollars

Google pay

50-200 Dollars

Google Opinion Reward

1-5 Dollars

Google Maps

100-250 Dollars

Google Adwrod(Ad)

500-1000 Dollars

ব্লগিং করে ইনকাম

  • গুগলের যে কয়টি মাধ্যমে টাকা ইনকাম করা যায় তারমধ্যে অন্যতম হলো ব্লগিং করে টাকা ইনকাম করা। গুগলে ব্লগার নামে একটি প্লাটফর্ম রয়েছে যেখানে যে কেউ একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারবে। ব্লগার ওয়েবসাইট তৈরি করতে একটি ডোমেন এবং হোস্টিং এর প্রয়োজন হয়। এখানে আপনি শুধু একটি ডোমেইন ক্রয় করে ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কারণ ব্লগার ওয়েবসাইটে হোস্টিং ফ্রি পাওয়া যায়।
  • ব্লগিং করে গুগল থেকে টাকা ইনকাম করার কয়েকটি স্টেপ রয়েছে। যেমন,
  • সর্বপ্রথম আপনাকে গুগলের blogger.com ওয়েবসাইটে যেতে হবে তারপর একটি ব্লগ তৈরি করতে হবে। তারপর আপনার ব্লগের জন্য একটি ডমের নাম বেছে নিতে হবে।
  • তারপর আপনার ব্লগের জন্য একটি simple, lightweight এবং fast বা template বেছে নিতে হবে। এরপর ব্লগের কিছু সেটিং রয়েছে যেগুলো আপনি ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে করতে পারবেন।
  • তারপর আপনার একটি ব্লগার ওয়েবসাইট তৈরি হয়ে গেলে আপনার ব্লগের জন্য ভালো ভালো এবং ইউনিক কোয়ালিটির আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে।
  • আপনার এই আর্টিকেলগুলো যাতে গুগলে ভালো রেঙ্ক করে সেজন্য অন পেজ এসিও এবং অফ পেজ এসিও ভালোভাবে করতে হবে।
  • জা্তে আপনার ওয়েবসাইটে অর্গানিক ভাবে প্রচুর পরিমাণে ট্রাফিক আসার শুরু করে। যখন প্রচুর পরিমাণে আপনার ব্লগার ওয়েবসাইটে ট্রাফিক আসা শুরু করবে তখন আপনি গুগলের নির্দিষ্ট নিয়মে গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
  • এরপর গুগল এডসেন্স অ্যাপ্রভাল হয়ে গেলে আপনার ওয়েবসাইটে অ্যাড দেখিয়ে এডসেন্স থেকে ইনকাম করতে পারবেন।
  • এছাড়াও আপনার ওয়েবসাইটে যদি প্রচুর পরিমাণে ভিজিটর বা ট্রাফিক আসে তাহলে অ্যাফলেট মার্কেটিং থেকেও আপনি ভালো পরিমাণ আয় করতে পারবেন।

কিভাবে YouTube থেকে আয় করবেন

  • ব্লগিং করে আয় করার পরে আরেকটি কার্যকরী মাধ্যম হল youtube। এখান থেকেও আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
  • প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে হবে। এই ভিডিও গুলো যেন মানুষ প্রচুর পরিমাণে দেখে সে ধরনের ভিডিও তৈরি করতে হবে। এই ভিডিও তৈরি করে হাজার হাজার মানুষ যেমন পপুলারিটি পাচ্ছে তেমনি ইউটিউব চ্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে।
  • কয়েকটি স্টেপসের মাধ্যমে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। যেমন,
  • প্রথমেই আপনাকে একটি YouTube চ্যানেল তৈরি করতে হবে।
  • এই চ্যানেলের আপনার পছন্দ মত একটি নাম দিতে হবে।
  • তারপর এই চ্যানেলের একটি লোঘো তৈরি করে কিছু সেটিং করে নিতে হবে।
  • এরপর ভালো ভালো ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করতে হবে। মনে রাখতে হবে প্রত্যেকটি ভিডিও যেন আপনার নিজের হয়ে থাকে। এটা কোনভাবেই কপিরাইট করা যাবে না। কেউ যদি আপনাকে কপিরাইট claim দেয় তাহলে আপনার চ্যালেন বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে।
  • upload করা video গলিতে একটি সুন্দর আকর্ষণীয় title এবং description অবশ্যই থাকতে হবে।
  • আপনার upload করা video অবশ্যই আকর্ষণীয় thumbnail থাকতে হবে।
  • আপনার upload করা video গুলো যেন অবশ্যই ভালো মানের SEO করা থাকে।
  • অবশ্যই YouTube নতুন নিয়মকানুন গুলো মেনে ভিডিও আপলোড করতে হবে।
  • ইউটিউব থেকে আয় করার জন্য অবশ্যই আপনার চ্যানেলের ৪০০০ ঘণ্টার ভিডিও ফার্স্ট টাইম এবং ১০০০ subscriberথাকতে হবে।
  • আপনার ভিডিওগুলো যদি ইউটিউবের সকল নিয়মকানুন মেনে আপলোড করা হয় তাহলে আপনি এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
  • এডসেন্স এপ্রুভ হয়ে গেলে আপনার নিজের ভিডিও গুলোতে Google adsense এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন।
  • এভাবে আপনারা ইউটিউব চ্যালেন খুলে সেখানে ভিডিও আপলোড করে এডসেন্স এপ্রুভের মাধ্যমে এড দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

গুগল প্লে স্টোর থেকে টাকা ইনকাম

  • গুগল প্লে স্টোর থেকেও আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। গুগলের আরো একটি product বাservice হচ্ছে Google Play Store.
  • এক্ষেত্রে আপনার একটি অ্যান্ড্রয়েড বা স্মার্ট ফোন লাগবে। এই Google Play Store গিয়ে ফ্রিতে অথবা কিছু টাকার মাধ্যমে এপ্স গুলো ডাউনলোড করা যায়।
  • আপনার নিজের একটি Android app তৈরি করেও গুগলের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। Google play story যে কেউ চাইলে নিজের তৈরি করা Android app জমা দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে টাকাই করতে পারবেন।
  • নিচের দেওয়া স্টেপস গুলো ফলো করে আপনারা চাইলে Google Play Store থেকে apps এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
  • সর্বপ্রথম আপনি কোন subject বা topic নিয়ে অ্যাপ তৈরি করবেন সেটা আগে ঠিক করে নিতে হবে। তারপর আপনাকে অ্যাপস তৈরি করে নিতে হবে।
  • app তৈরি করার পর, Google admob গিয়ে একটি account তৈরি করতে হবে। এরপর নিজের তৈরি করা applicationadmob দ্বারা বিজ্ঞাপন লাগাতে হবে।
  • এরপর এই appটি গুগল প্লে স্টোরে পাবলিশ করতে হবে। তবে এর আগে Google play console এ একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং sign up করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বা ডলার registration feeহিসেবে গুগলে জমা দিতে হবে।
  • এরপর এই অ্যাপসটি social media marketing, digital marketing এর মাধ্যমে আপনার অ্যাপ্সটি promotion করতে হবে।
  • মনে রাখবেন, যত বেশি লোক এই অ্যাপসটি তাদের নিজের মোবাইলে ইন্সটল করবে তত বেশি বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

Google opinion reward

  • আপনি জানেন কি Google opinion reward এর মাধ্যমেও টাকা ইনকাম করা যায়। Google opinion reward হচ্ছে গুগলের একটি সার্ভিস বা পরিষেবা। এই ছবিগুলোর মাধ্যমে নিজের মতামত পরামর্শ এবং অভিজ্ঞতা গুলো গুগলের সাথে শেয়ার করতে হবে। এটা অন্যান্য online paid survey sites গুলোর মতই কাজ করে থাকে।
  • কিভাবে ব্যবহার করবেন opinion reward 
  • সর্বপ্রথম Google play story গিয়েGoogle opinion reward Appটি download করতে হবে।
  • এরপর নিজের মোবাইলে অ্যাপটি ওপেন করতে হবে এবং Google account দ্বারা login করতে হবে।
  • এরপর দিয়ে দেওয়া ছবিগুলোতে ক্লিক করুন এবং সেগুলোকে সম্পূর্ণ করতে হবে
  • এই ইনকাম করার টাকাগুলো বিভিন্ন মাধ্যমে করতে পারবেন।

Google AdSense থেকে টাকা ইনকাম

Google থেকে টাকা ইনকামের যত মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো Google AdSense থেকে টাকা ইনকাম। Google AdSense ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। গুগল থেকে টাকা ইনকামের একটি বড় প্ল্যাটফর্ম হচ্ছে Google AdSense থেকে টাকা ইনকাম।

Google AdSense থেকে কিভাবে টাকা ইনকাম করবেন

  • সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি bloge website তৈরি করতে হবে।
  • তারপর আপনার নিজের bloge website নিয়মিতভাবে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল বা পোস্ট লিখে পাবলিশ করতে হবে।
  • এরপর আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক নিয়ে আসতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে SEO বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। ভালোভাবে SEO করার মাধ্যমে বিভিন্ন social media platform গুলো থেকে ট্রাফিক আনতে হবে।
  • এরপর যখন আপনার blog website প্রচুর পরিমাণে ট্রাফিক আসতে থাকবে তখন আপনি Google ad senseএর জন্য আবেদন করতে পারবেন।
  • এরপর গুগল AdSense আবেদন এপ্রুভ হলে আপনার website adদেখানোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
  • মনে রাখবেন যত বেশি আপনার websitetraffic বা visitor আসবে তত বেশি Ad দেখানোর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

Google Maps থেকে টাকা ইনকাম

আপনি জেনে অবাক হবেন যে Google Maps এর মাধ্যমেও টাকা ইনকাম করা যায়। আপনি হয়তো বা লোকেশন খোঁজার জন্যই গুগল ম্যাপস ব্যবহার করে থাকেন। কিন্তু এই গুগল ম্যাপস এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায় তা হয়তোবা জানেন না।
তাহলে আসুন দেরি না করে জেনে নেয়া যাক কিভাবে গুগল ম্যাপস ব্যবহার করে টাকা ইনকাম করা যায়
  • Google Maps ব্যবহার করে আপনি প্রতিদিন ১০০০ থেকে ২০০০ টাকা ইনকাম করতে পারবেন। গুগল ম্যাপস থেকে ইনকাম করার প্রত্যেকটি উপায় সম্পন্ন ফ্রি তাই আপনি চাইলে পার্ট টাইম হিসেবেও কাজ করতে পারবেন।
  • প্রথমে আপনাকে Google Maps ওপেন করতে হবে Google maps ওপেন করলে সেখানে নানান registered business এবং তাদের সাথে যোগাযোগ করার কন্টাক্ট নাম্বার পেয়ে থাকবেন।
  • এরপর আপনি যদি ডিজিটাল মার্কেটার হন বা এ সম্পর্কে ভালো দক্ষতা থেকে থাকে বা কিভাবে google ম্যাপসের লিস্টিং গুলো অপটিমাইজ করতে হয়, এবং Google Maps এর SEO রেটিং কিভাবে বাড়াতে হয় এ বিষয়গুলো সম্পর্কে যদি আপনার পরিপূর্ণ ধারণা বা জ্ঞান থাকে তাহলে আপনি বিভিন্ন ব্যবসায়ী মালিকদের সাথে যোগাযোগ করেতে পারেন।
  • ব্যবসায়ী মালিকদের সাথে যোগাযোগ করে তাদের পণ্যগুলোকে অপটিমাইস করতে এবং তাদের ব্যবসার রেটিং বাড়াতে সাহায্য করতে হবে,। এতে ব্যবসা গুলো Google Maps এর দ্বারা অধিক গ্রাহক পাবেন এবং তা থেকে পরিষেবা বাবদ আপনি কিছু চার্জ কাটবেন। এভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে আমার পরামর্শ হলো শুরুতে আপনি dentist, accountants, house cleaners, electrician, hotels,suppliers ইত্যাদি এ ধরনের ব্যবসায়ীদের কাছে যোগাযোগ করতে পারেন।

Google Adward
Google Adwards এর আরেকটি নাম হল Google ads. Google থেকে আয় করার আরেকটি কার্যকর উপায় হচ্ছে Google adsGoogle ads থেকে ইনকাম করার কিছু গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরা হলো।

কোন পণ্য বা পরিষেবা প্রচার করে

যদি আপনার নিজের কোন ব্যবসা বা পরিষেবা থেকে থাকে তাহলে খুব সহজেই গুগল এডসের মাধ্যমে খুব দ্রুত এই পরিষেবাটি বা পণ্যটি অসংখ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন। এতে করে আপনার বেচা বিক্রি বেশি হবে এবং অধিক প্রফিট অর্জন করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে

গুগল এডসের দ্বারা অ্যাফিট মার্কেটিং করেও টাকা আয় করতে পারবেন। ব্লগ পোস্ট বা ইউটিউব ভিডিও এর মাধ্যমে অ্যাফিলিয়েট পন্য বা লিংক গুলোকে তাদের গ্রাহকদের কাছে খুব সহজেই পৌঁছে দেয়া সম্ভব। এতে করে আপনার অ্যাফিলিয়েট পন্যগুলো প্রচুর মানুষ দেখতে পাবে এবং তারা চাইলে পরিষেবাটি নিতে পারবেন।

বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে

ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য প্রায় প্রত্যেক ব্যবসায়ী বা কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন দেখিয়ে ব্যবসার প্রসার করতে চান। কিন্তু তাদের পণ্যের প্রচারের কোন প্ল্যাটফর্ম নেই। তাই তারা বিভিন্ন social মিডিয়ার মাধ্যম যেমন, ইউটিউব,ফেসবুক, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো সঠিক ইউজার টার্গেট করে বিজ্ঞাপন দেখিয়ে তাদের পণ্যগুলো প্রচার এবং প্রসার করে থাকে। এক্ষেত্রে আপনার যদি সোশ্যাল মাধ্যমে কোন ওয়েবসাইট বা ইউটিউব চ্যালেন থেকে থাকে সেখানে আপনি অ্যাড দেখিয়ে এডসেন্স থেকে ইনকাম করতে পারবেন।

Google Pay

Google Pay কে আমরা ডিজিটাল পেমেন্টের অ্যাপস হিসেবেই চিনে থাকি। তবে আপনি জেনে অবাক হবেন যে, আপনি চাইলে Google Pay থেকেও টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে গুগল পে থেকে ইনকাম করা যায় তা নিচে দেওয়া হল

referrals

গুগল পে রেফার করার মাধ্যমেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি নিজের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন, ও পরিচিত ব্যক্তিদের নিকট Google Pay app টি রেফার করে প্রায়, ১০০থেকে ১৫০ টাকা আয় করতে পারবেন।

cashback offers

Google play থেকে টাকা আয় করার আরেকটি অন্যতম মাধ্যম হলো shbaccak offer। অর্থাৎ এই অ্যাপস এর মাধ্যমে আপনি যদি কেনাকাটা করে পেমেন্ট করে তাহলে আপনাকে ক্যাশব্যাক এবং নানান ব্যান্ডের তরফ থেকে অফারগুলি দিয়ে দেয়া হয়।

scratch cards

scratch cards এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়। গুগল থেকে টাকা লেনদেন করার পর অনেক সময় এই scratch cards গুলো আমাদেরকে দিয়ে দেয়া হয় এবং সেই সাথে এগুলোতে scratch করলে ছোট ছোট অংকের টাকা উপহার হিসেবে আমাদের দিয়ে দেওয়া হয়ে থাকে।

তাই আপনি চাইলে উপরের মাধ্যম গুলো ব্যবহার করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন।এর জন্য প্রয়োজন একটু পরিশ্রম,বুদ্ধি ও সময় এই তিনটি জিনিসের সম্নয় করতে পারলে খুব সহজেই ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন।

শেষ কথা

বর্তমানে আমরা অনলাইন বা ইন্টারনেটের যুগে বসবাস করছি।তাই আমাদের অফিস আদালতের কাজ থেকে শুরু করে আমাদের দৈন্দিন অনেক কাজই অনলাইনের মাধ্যামে হয়ে থাকে ।যেমন কেনা কাটা,বিদ্যুত বিল,ইত্যাদি কাজ অনলাইনের মাধ্যমে করে থাকে।তাই আমাদের মাঝে অনেকেই গুগল থেকে টাকা ইনকাম করার সহজ উপায় সর্ম্পকে জানতে চাই।প্রিয় পাঠক ,আজ আমার এই পোষ্টের মাধ্যমে এই পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।আশা করি আপনি এই পুরো পোষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং আপনার কাংক্ষিত বিষয়টি সর্ম্পকে জানতে পেরেছেন।আপনার প্রতি আমার অনুরোদ থাকবে আমার এই পোষ্টি সবার মাঝে শেয়ার করে দেবেন।সবাইকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url