কোন ভিটামিন কোন কাজে লাগে

  

আমরা অনেকেই জানিনা যে কোন ভিটামিন কোন কাজে লাগে। এবং কোন খাবারে কি ভিটামিন আছে। আপনি যদি এ বিষয়গুলো জানতে চান তাহলে এ পোস্টটি শুধু আপনারই জন্য। কারণ কোন সবজিতে বা কোন খাবারে কোন ভিটামিন রয়েছে এবং কোন ভিটামিন কোন কাজে লাগে এগুলো বিস্তারিত আলোচনা করা হবে আমার এই পোস্টে।
কোন ভিটামিন কোন কাজে লাগে?

ভূমিকা

মানুষের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদানের প্রয়োজন হয়। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের শাকসবজি ও মাছ মাংস খেয়ে থাকে। কিন্তু হয়তোবা আমরা অনেকেই জানি না যে কোন সবজিতে বা কোন খাবারে কি ভিটামিন রয়েছে কোন ভিটামিন কোন কাজে লাগে । এবং আমাদের দেহে এ ভিটামিনের প্রয়োজনই বা কেন বা কি কাজে লাগে। এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় পাঠক আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।

প্রথমেই আমি আলোচনা করব কোন সবজিতে কি ভিটামিন রয়েছে।

ভিটামিন বি জাতীয় খাবার

সিম ও মটরশুঁটি মাশরুম ওটস সামুদ্রিক মাছ ডিম দুধ ও দুধ জাতীয় খাবার বাদাম ও বিভিন্ন প্রকারের বীজ গোটা শিষ্য পালং শাক কলা গুড় মধু ইত্যাদি।

ভিটামিন সি জাতীয় খাবার

বিশেষ করে টক জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটা মোটামুটি আমরা সবাই জানি। যেমন, লেবু জলপাই আমলকি পেয়ারা আনারস জাম্বুরা চালতা তেতুল সবুজ আপেল কমলা আঙ্গুর জাম আমরা কাঁচা মরিচ পুদিনা পাতা ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তবে আমলকিতে তুলনামূলক ভাবে বেশি ভিটামিন সি রয়েছে।

ভিটামিন ডি জাতীয় খাবার

তৈলাক্ত বা চর্বি জাতীয় বিভিন্ন মাছ। যেমন পাঙ্গাস, পোনা মাছ, সামন মাছ ইত্যাদি। এছাড়া মাশরুম দুধ কড লিভার অয়েল শেষ কমলালেবু বর্ষ ও বাদামি চাল ডিমের কুসুম দই গম বার্লি পনির ইত্যাদি। এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে।

ভিটামিন ই জাতীয় খাবার

সবুজ শাকসবজি চিনাবাদাম আখরোট বাদাম উদ্ভিদস তেল কুসুম পালং শাক বাঁধাকপি ব্রকলি শালগ বিভিন্ন ধরনের মরিচ মটরশুটি লেবু আবু কাঁদো ডিম সালমান মাছ চর্বি বিহীন মাছ, গম সয়াবিন সূর্যমুখী ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে।

ভিটামিন কে জাতীয় খাবার

সয়াবিন তেল সবুজ রঙের শাকসবজি ফুলকপি বাঁধাকপি বিট মুলা লাল মরিচ পালং শাক বেদনার রস, রসুনের পাতা ডিমের কুসুম ছাগলের যত লেটুস পাতা ইত্যাদি।
তাই আমাদের প্রতিদানের খাদ্য তালিকায় এ ভিটামিন যুক্ত খাবার গুলো রাখা দরকার।

কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়

প্রিয় পাঠক, এতক্ষণ আমি আলোচনা করলাম যে কোন শাকসবজি বা খাবারে কি ভিটামিন রয়েছে।

এখন আমি আলোচনা করব যে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়?
কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। এ বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। তবে এ বিষয়টি সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। তাহলে আমরা অনেক রোগ বালাই থেকে রক্ষা পারবো।
  • ভিটামিন এ              রাতকানা ফ্রিনোডারমা,কেরাটো মালেশিয়
  • ভিটামিন বি১           বেরিবেরি
  • ভিটামিন বি ২         স্টোমাটাইটিস,গ্লসাইটিস
  • ভিটামিন বি ৩         পেলেগ্রা
  • ভিটামিন বি ৬         নিউরোপ্যাথি
  • ভিটামিন বি ৭          ডার্মাটাইটিস ও এন্টেরিস
  • ভিটামিন বি ১২       অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা
  • ভিটামিন সি            স্কার্ভি
  • ভিটামিন ডি            রিকেট অস্টিওম্যালেসিয়া
  • ভিটামিন- ই             বন্ধ্যাত্ব
  • ভিটামিন- কে         রক্তক্ষরণ
  • ভিটামিন এইচ        দাঁত ও অস্থির গঠন ব্যাহত
  • আয়োডিন৷             গলগন্ড
  • আইরন                   রক্তস্বল্পতা
  • ক্যালসিয়াম            হাড় ও দাঁতের দুর্বলতা
  • ফসফরাস              শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত
  • ফ্লোরাইড               দাঁতের ক্ষয়

কোন ভিটামিন কোন কাজে লাগে


প্রিয় পাঠক, এতক্ষণ আমি আলোচনা করলাম, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। এখন আমি আলোচনা করব। কোন ভিটামিনের কি কাজ বা কোন ভিটামিন কোন কাজে লাগে 
মানুষের দৈনন্দিন জীবন ধারণের জন্য বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ ইত্যাদির প্রয়োজন হয়। আর এই ভিটামিন গুলো আমরা পাই আমাদের দৈনন্দ খাবার থেকে। কিন্তু আমরা জানি না যে, আমাদের শরীরে ভিটামিন ভিটামিন গুলোর কাজ কি বা কোন ভিটামিন কোন কাজে লাগে।প্রিয় পাঠক, এখন আমি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।আশা করি আমার সাথে থাকবেন।

ভিটামিন সি

  • ভিটামিন সি মানব দেহে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় ফলে রক্তের অক্সিজেন পরিবহন করার ক্ষমতা বেড়ে যায়।
  • ফুসফুস এবং শ্বাসনালির প্রদাহ কে কমায়।
  • ভিটামিন সি -রক্তনালীর দেওয়ার কে চাপ মুক্ত রাখতে সহায়তা করে।
  • যেকোনো ধরনের ক্ষত দ্রুত সারিয়ে তোলে।
  • অবসাদ দূরীভূত করতে কার্যকর ভূমিকা পালন করে।
  • এলার্জির পরিমাণ কমিয়ে দেয়।
  • মুখের ভিতর ও গলার ভেতরে শুষ্কতা প্রতিরোধ করে।
  • কোষে কোলাজেন টিস্যু তৈরিতে ভূমিকা রাখে।
  • রক্তস্বল্পতারোধে ভিটামিন সি কার্যকর ভূমিকা পালন করে।

ভিটামিন ডি

  • হার শক্ত করে।
  • মহিলাদের ঋতুস্রাব সংক্রান্ত গোলযোগ দূর করে।
  • ছোট শিশুদের দাঁত ও হাড় গঠনের সহায়তা করে।
  • বেশি শক্তি বাড়াই।
  • ওজন কমাতে সহায়তা করে।

ভিটামিন-এ

  • দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে।
  • দেহের প্রয়োজনী পুষ্টির যোগান দেয়ার পাশাপাশি দেহের বৃদ্ধি ঘটায়।
  • রক্তের ভারসাম্য বজায় রাখে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে।
  • হৃদপিন্ড ও ফুসফুস কে ভালো রাখে।
  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
  • রোগের সংক্রমণ প্রতিরোধ করে।
  • দের কোষ গঠনে সাহায্য করে।

ভিটামিন বি -১২

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • খোদা মানদা দূরীভূত করে এবং অরুচি রোদ করে।
  • কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • স্নায়বিক দুর্বলতা দূর করে।
  • মুখ ও গলার ঘা হওয়া থেকে বিরত রাখে।

ভিটামিন বি -৯

  • খাদ্য বিপক্ষে সাহায্য করে।
  • বিষন্নতা দূর করে।
  • হৃদরোগের ঝুঁকি কমায়।
  • স্টকের শোকে কামাই।
  • স্নায়ুতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।

ভিটামিন ই

  • মাতৃগর্ভে শিশুর মস্তিষ্ক বিকাশের সহায়তা করে।
  • চুল পাকা ও চুল পড়া বন্ধ করে।
  • অন্তত প্রতিরোধ করে।
  • স্নায়বিক রোগসমূহ থেকে প্রতিরোধ করে।
  • শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়িয়ে দেয়।
  • ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলার পাশাপাশি তোককেসুন্দর রাখে।

ভিটামিন কে

  • হাড় গঠনে সাহায্য করে।
  • ক্যান্সারের কোষ গঠনে বাধা সৃষ্টি করে।
  • শরীরে কোন অঙ্গে কেটে গেলে দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
  • হাড় গঠনের সাহায্য করে।
  • মানবদেহের অতিরিক্ত গ্লুকোজ উৎপাদনে বাধা প্রদান করে।

কোনটা ভিটামিন খেলে চেহারা সুন্দর দেখায়

যদি আপনি জানতে চান কোন ভিটামিন খেলে আপনার চেহারা সুন্দর হবে গ্লেজ দিবে। তাহলে আর্টিকেলের এ অংশটি আপনারই জন্য। কারণ আর্টিকেলের এই অংশে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ।
ত্বকের জন্য সবচেয়ে উপকারী ভিটামিন হচ্ছে ভিটামিন ই। আপনি যদি নিয়মিত ভিটামিন-ই গ্রহণ করেন, তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ত্বক নরম মসৃণ দেখাবে এবং বয়সের ছাপ পড়তে দেবেনা। দিন দিন আপনার চেহারা সুন্দর হয়ে উঠবে। তাই আমরা নিয়মিত ভিটামিন ই গ্রহণ করতে পারি অথবা ভিটামিন ই যুক্ত খাবার বা শাকসবজি খেতে পারি।

কোন ভিটামিন তাপে নষ্ট হয়

প্রিয় পাঠক, এতক্ষণ আমরা জানলাম কোন ভিটামিন খেলে ত্বক সুন্দর মসৃণ ও উজ্জল হয়। এখন আমরা জানবো কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
সব ভিটামিন ই কিন্তু তাপেনষ্ট হয় না, কিছু ভিটামিন রয়েছে যেগুলো তাপে নষ্ট হয়ে যায়। প্রিয় পাঠক, এখন আমরা জানবো কোন ভিটামিন তাপে নষ্ট হয়? এ প্রশ্নের উত্তর হল ভিটামিন সি। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন।

শেষ কথা

আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকি। ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন ভাজাপোড়া শাকসবজি ইত্যাদি। কিন্তু হয়তো আমরা অনেকেই জানিনা যে, কোন খাবারগুলো গ্রহণ করলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে বা কোন খাবারে কোন ভিটামিন রয়েছে এবং কোন ভিটামিন কোন কাজে লাগে । প্রিয় পাঠক, আজ আমি এই পোস্টের মাধ্যমে এ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি যদি আমার এই পোষ্টের মাধ্যমে এতোটুকু উপকৃত হন, তাহলে অনুরোধ থাকবে আমার এই পোস্টটি আপনার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ও প্রতিবেশীর সাথে শেয়ার করবেন। যাতে করে তারা উপকৃত হতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url