চর্ম রোগের হোমিও চিকিৎসা



মানবদেহে সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক। আর এলার্জি সাধারণত তোকেই হয়ে থাক। আর ত্বক মানব দেহকেবিভিন্ন ক্ষতিকর বস্তু থেকে যেমন সুরক্ষা দান করে অন্যদিকে মানুষের সৌন্দর্য বৃদ্ধি কর। তাই ত্বকের প্রতি যত্ন নেয়া উচিত। আর এলার্জি হচ্ছে ত্বকের ওপরে ফুসকা পড়া ব্রণ চুলকানি মেজতাইত্যাদি হয়ে থাকে। যেটা ত্বকের জন্য খুবই ক্ষতিকর একটি রোগ। আর এই রোগ হলে শরীর প্রচুর পরিমাণে চুলকাতে থাকে যা খুবই বিরক্তি কর বিষয়।
এলার্জির লক্ষণ দেখা দিলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে কিছু বিষয় এড়িয়ে চললে এলার্জি থেকে মুক্তি পাওয়া সম্ভ। যেমন নির্দিষ্ট কিছু খাবার যেগুলো খেলে এলার্জি দেখা দিতে পারে এছাড়া এলার্জির সৃষ্টিকারী বিভিন্ন বস্তু যেমনঃ ধুলাবালি ,ফুলের রেনু, বা পশুর লোম ,অতিরিক্ত ঠান্ডা বা গরম ইত্যাদি বিষয়ে অ্য়ভয়েট করে চললে এলার্জি থেকে রেহাই পাওয়া যেতে পারে।

তবে এলার্জি চিকিৎসায় হোমিওপ্যাথি বা এ্যালোপ্যাথি উভয় ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এটা সেই ব্যক্তি বা রোগীর উপর নির্ভর করে যে ,সে কোন চিকিৎসা নিলে ভালো থাকবে।

এলার্জির চিকিৎসার জন্য কয়েকটি হোমিও ওষুধের নাম

ক্যালেন্ডুলা

ভ্যাসলিন ক্যালেনডুলা ওষুধের সাথে মিশিয়ে সেবন করলে ভালো উপকারে আসতে পারে। এর ব্যবহার খুবই সহজ এটি আপনি যে কোন ভ্যাসলিনর সাথে মিশিয়ে ক্রিমের মতো করে ব্যবহার করতে পারবেন  সালফার চুলকানির একটি হোমিওপ্যাথি ওষুধ।তবে শরীরে যে সকল লক্ষণ দেখা দিলে সালফার প্রয়োগ করা বা গ্রহণ করা যাবে। যেমনঃসকাল 11 টার সময় প্রচুর পরিমাণে খিদে পাওয়া, শরীরে গরম লাগা,বা রাতে চুলকানি বৃদ্ধি পাওয়া ,মাথা গরম কিন্তু পা ঠান্ডা , মাথার তালু বা পায়ের তালু  গরম ইত্যাদি লক্ষণ দেখা দিলেই বা পাওয়া গেলে সালফার প্রয়োগ করতে হবে।

লাপিস অ্যালবা

এটি সাধারণত মহিলাদের যৌনাঙ্গের চুলকানিতে একটি কার্যকর মহা ঔষধ। এ রোগের প্রধান লক্ষণগুলো হল জ্বালাপোড়া সুই ফোটানো বা হুল ফোটানোর ব্যথা অনভব করা, রাক্ষসী ক্ষুধা মিষ্টি খাবারের প্রতি ভীষণ লোভ ইত্যাদি। এক্ষেত্রে লেপিস অ্যালবা (Lapis alba) এই হোমিওপ্যাথি ঔষধটি খুবই কার্যকরী।তবে শরীরে কোন প্রকার অসুখ পুষে রাখা উচিত নয়। এলোপ্যাথি বা হোমিওপ্যাথি যেকোনো একটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা  নিয়েই ভালো। কারণ এটি এক সময় জটিল আঁকার ধারণ করতে পারে। আমার আপনার মৃত্যুর কারণ হতে পারে। তাই দ্রুত চিকিৎসা নিয়ে নিজেকে রোগ মুক্ত রাখুন এবং সুস্থ থাকুন


এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url